নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার (ইজিবাইক) ৬জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি বিআরটিসি বাসের চালক জাহাঙ্গীর শিকদারকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে দিকে শহরের রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর শিকদার বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার হামেদ সিকদারের ছেলে।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার (২০ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে (ইজিবাইক) চাপা দেয়। বিআরটিসির বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বাকেরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে পায়রা সেতু সংলগ্ন দাদুরহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তিন যাত্রী নিহত হন। আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।
মেজর জাহাঙ্গীর আলম আরও জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় বাসের চালককে আসামি করে মামলা করা হয়। দুর্ঘটনার পর চালক জাহাঙ্গীর শিকদার আত্মগোপনে চলে যান। সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।পরে তাকে বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
Leave a Reply