বাউফল প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ইব্রাহিম ফারুককে হারাতে মরিয়া হয়ে উঠেছেন স্থাণীয় আওয়ামীলীগের একাধিক নেতা।
তফসিল ঘোষনার পর যারা নৌকার পক্ষে সক্রিয় ভুমিকা রাখছেন তাদেরকেও বিভিন্ন কৌশলে মাঠ থেকে তাড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিব, জেলা আওয়ামীলীগের সদস্য জোবায়দুল হক রাসেল ও সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, জহিরুল ইসলাম শাহিনের বিরুদ্ধে কয়েকদফ ষড়যন্ত্র করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বাউফল উপজেলা আওয়ামীলীগের মধ্যে কোন্দল বিরাজ করছে। আন্দোলন, সংগ্রাম কিংবা দলীয় কর্মসূচীও পৃথকভাবে পালন করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামীলীগের এক নেতা বলেন, একটি বড় দলে কোন্দল থাকতেই পারে।
সেক্ষেত্রে দলীয় কিংবা আন্দোলন কর্মসূচী বিচ্ছিন্নভাবে পালন করতে হবে কেন? নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই কাজ করা হচ্ছে। যার বলি হচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা। সম্প্রতি ইভিএম নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য জোবায়দুল হক রাসেলের একটি বক্তব্যর খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। যার উদ্দেশ্যে ছিল আ’লীগ নেতা জোবায়দুল হক রাসেলকে নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করা। একদিন পরই পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিবের একটি বক্তব্য একইভাবে ভাইরাল করা হয়।
নাজিরপুর ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আওয়ামীলীগ নেতা রায়হান সাকিব, জোবায়দুল হক রাসেল ও সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, জহিরুল ইসলাম শাহীন সক্রিয় ভূমিকা পালন করছেন। বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জিয়াউল হক জুয়েল নৌকার পক্ষে প্রচারণায় মাঠে নেই।
এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ক্ষোভ প্রকাশ করেছেন। ইব্রাহিম খলিল বলেন, নৌকার পক্ষে মাঠে না থাকলেও তারা বিভিন্নভাবে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে জিয়াউল হক জুয়েল ও আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। অবশ্য বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন জিয়াউল হক জুয়েল ও আবদুল মোতালেব হাওলাদার। অপর এক আওয়ামীলীগ নেতা বলেন, নৌকার পক্ষে মাঠে সক্রিয় ভূমিকায় থাকা প্রত্যেককে তাড়ানোর অপচেষ্টাও তারা করছেন।
সর্বশেষ যড়যন্ত্রের কারনে নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। গত ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি শপথ নেওয়ার আগেই ১৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
Leave a Reply