তারিকুল ইসলাম::: বরিশাল চরবাড়িয়া ৫ ওয়ার্ড সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে সপ্তম শ্রেণিতে পড়ুয়া অনিক নামের এক স্কুলছাত্র নিখোঁজ।স্কুলের সহ পাঠীদের সাথে কীর্তনখোলা নদীতে গোসল করতে আসে।
আজ রোববার দুপুর ১ টার দিকে চরবাড়িয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।চরবাড়িয়া ইউনিয়নের চর উলালগুনী ৫ নং ওয়ার্ড কায়েস মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মোঃ বাবুল হাওলাদারের ছেলে মহাবাজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অনিক।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- নিখোঁজ অনিকের সন্ধানে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুররিদল তল্লাশি অভিযান চালাচ্ছে।
নিখোঁজ অনিকের বাবা বাবুল হাওলাদার জানান, তিন বন্ধুর সঙ্গে কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে অনিক। গোসল শেষে সঙ্গের তিন বন্ধু তীরে উঠলেও স্রোতের টানে অনিক ভেসে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। ঘটনাস্থলে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
Leave a Reply