তারিকুল ইসলাম::: বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ অনিক (১৩) উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে নিখোঁজ স্কুলের ছাত্রের লাশ সোমবার বিকালে ভেসে উঠেছে বলে বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান জানিয়েছেন।
স্কুলছাত্র অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে। সে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
ওসি হাসনাত জামান জানান, কয়েকজন কিশোর রোববার বেলা দেড়টার দিকে একসঙ্গে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউপির চর উলালঘুনী মহাবাজ হাইস্কুল সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে। কয়েকজন কিশোর সাতরে তীর থেকে নদীর মধ্যে যায়। স্রোতের তীব্রতায় অনিকসহ দুইজন ভেসে যেতে থাকে। এর মধ্যে দুই জনকে জেলেরা উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় অনিক।
ওসি হাসনাত জামান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।’
Leave a Reply