নিজস্ব প্রতিবেদক:::বরিশালের উজিরপুর উপজেলায় পরাজিত প্রার্থীর হামলায় আহত হয়েছেন হুমায়ন কবির টুলু নামে এক ইউনিয়ন পরিষদ (মেম্বর) সদস্য। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত হুমায়ন কবির শোলক ইউনিয়নের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দক্ষিণ ধামুরা গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।হামলার শিকার হুমায়ন কবির টুলুর ভাই সোহেল জানান, ‘আহত অবস্থায় ইউপি সদস্যকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সোহেলের অভিযোগ, নির্বাচনে তার ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক ইউপি সদস্য তানভীর হোসেন ফারুক। তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে তিনি তার ভাইয়ের (ইউপি সদস্য) সঙ্গে শত্রুতা শুরু করেন। গত ৩০ জুন ফারুক শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে হুমায়ন কবিরকে হত্যার হুমকি দেন।
পরে এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে ফারুক আরও ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত ১০টার দিকে টুলু বাড়ি ফেরার পথে দক্ষিণ ধামুরা এলাকায় দলবল নিয়ে হামলা করে ফারুক। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে হুমায়ন কবির টুলু পাশের খালে লাফিয়ে পড়ে চিৎকার করেন, তখন এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
শোলক ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হালিমের ছেলে চঞ্চল সরদার বরিশালটাইমসকে বলেন, ‘টুলু মেম্বারের উপর সাবেক মেম্বার ফারুক ও তার ভাইয়েরা হামলা চালিয়েছে বলে খবর পেয়েছি। রাত সাড়ে ১০টার দিকে হামলা করা হয়।’চঞ্চল সরদার জানান, ‘সাবেক মেম্বার ফারুকের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।’
উজিরপুর থানা পুলিশের ওসি মো. মমিন উদ্দিন জানান, ‘হামলার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
Leave a Reply