পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই মুহূর্তে টেলিটকের ফাইভ-জি দরকার নেই। ফোর-জি গ্রাম ও হাওর এলাকায় সার্ভিস পাচ্ছে না। ফোর-জি আগে আপডেট করো, তারপর ফাইভ-জি। এই মুহূর্তে ব্যয় সংকোচন করছি।
মঙ্গলবার (২ আগস্ট) ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা।
আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। একনেক সভার বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, আমরা ডলার সাশ্রয় করছি। সেজন্য প্রকল্পটি আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা একনেক সভায় শোকের মাস নিয়ে আলোচনা করেছি। যেসব ঘাতক বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যা করেছে সেসব ঘাতকদের ধিক্কার ও ঘৃণা জানানো হয়েছে।
Leave a Reply