নিজস্ব প্রতিবেদক::: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে উলানিয়া বাজারের শান্তনা ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুন নবী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুন নবী বলেন, শান্তনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন মুনতাকা দিলশান ঝুমা নামের এক নারী। তিনি প্যারামেডিকেল সনদধারী হলেও নিজেকে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করছিলেন।
‘ভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার অপরাহ্নে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুনতাকা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি মেডিকেল অফিসারের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার কাছে চিকিৎসক পরিচয় দেওয়ার মতো কোনো কাগজপত্র ছিল না।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। এই অপরাধে মুনতাকা দিলশান ঝুমাকে ১ রাখ টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা না করার মুচলেকা রাখা হয়েছে।
অভিযানের সময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।জানা যায়, মুনতাকা দিলশান ঝুমা মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের বাসিন্দা। একই ইউনিয়নের বাসিন্দা জনৈক মারুফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়- দেড় মাস আগে শান্তনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেন্টারটি সিলগালা করে দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমানুল্লাহ। সম্প্রতি ওই ডায়াগনস্টিক সেন্টারটি আবার চালু করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করে।’
Leave a Reply