নিজস্ব প্রতিবেদক:::ভোলা শহরে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহতের ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী খাদিজা বেগম। জেলার সিনিয়র বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করে মামলাটি হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম বাসেত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আরমানসহ ৩৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন রহিমের স্ত্রী খাদিজা বেগম।
সংশ্লিষ্ট আদালতের বিচারক আগামী ৮ আগস্টের মধ্যে নিহতের সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্তসহ অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
ঘটনায় প্রকাশ- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। জেলা সদরের কালিনাথ রায় বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষের একপর্যায়ে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম।’
Leave a Reply