নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের অস্ত্র চালানোসহ তাদের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের অস্ত্র চালানোসহ তাদের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। চলতি সপ্তাহেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। তারা বর্তমানে কারাগারে আছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি তারা হাতে পেয়েছেন। খুব শিগগির অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
Leave a Reply