পটুয়াখালীর দুমকিতে সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্রের অপহরণচেষ্টা ভন্ডুল করে ভিকটিম উদ্ধার ও এক দুবৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার বরিশাল-কুয়াকাটা সড়কের পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ৭/৮জনের একটি দুর্বৃত্তচক্র উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোতাহার প্যাদার ছেলে মো. হায়দার আলী প্যাদাকে(৪৫) তার বাড়ির সামনে থেকে মাহেন্দ্রায় তুলে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। মোবাইল ফোনে খবর পেয়ে স্থানীয় লোকজন পায়রা সেতুর টোলপ্লাজায় মাহেন্দ্রা গাড়ীটি আটকে ফেললে দুর্বৃত্তরা ভিকটিমকে গাড়ীতে রেখে দৌড়ে পালায়।
এসময় পেছন থেকে আ: মতিন মোল্লা (৪৫) নামের এক দুর্বৃত্তকে আটক করে স্থানীয জনতা পুলিশে সোপর্দ করে এবং ভিকটিম হায়দার প্যাদাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। মাহেন্দ্রায় তুলে বেধরক মারধর করায় ভিকটিম জ্ঞান হারিয়েছে বলে ধারণা স্থানীয়দের। ধৃত আ: মতিনের বাড়ি মাগুরা জেলার শালিখা থানায় বলে জানাযায়। তার স্বীকারোক্তি মতে ঘটনায় জড়িত লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা গ্রামের বাড়ি থেকে মো: আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়।
এদিকে অপর একটি নির্ভরযোগ্য সূত্রের অভিযোগ, চাকুরী দেয়ার নাম করে মাগুরার জনৈক এক চাকুরী প্রত্যাশীর কাছ থেকে নগদ ৫লাখ টাকা হাতিয়ে নেয় ভিকটিমসহ একটি প্রতারকচক্র। ওই টাকা আদায়ের উদ্দেশ্যেই ভিকটিমকে তুলে নেয়ার অপচেষ্টা চালানো হয়। তবে ভিকটিম গুরুতর অসুস্থ ও কথা বলতে না পারায় অপহরণকারীদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ভিকটিম সুস্থ ও কথা বললে অপহরণকারীদের নাম পরিচয়সহ বিস্তারিত তথ্য জানা যাবে।
Leave a Reply