বগুড়ার গাবতলীতে পারিবারিক বিরোধে বড় ভাই নুরুল ইসলামের কিলঘুষিতে ঠান্ডা মিয়া (৫০) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার সোনারায় মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে গাবতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিকাল পর্যন্ত মামলা হয়নি। মামলা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্বজনরা জানান, কৃষক নিহত ঠান্ডা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়ার কোরবান আলীর ছেলে। পারিবারিক বিষয় নিয়ে ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও ভাবি মাজেদা বেগম তাদের ছেলে শাহ আলমের স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আবারো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঠান্ডা মিয়া তার বড় ভাই নুরু মিয়াকে ঝগড়া না করতে অনুরোধ ও নিষেধ করে। এতে নুরু মিয়া ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে ঠান্ডা মিয়াকে এলোপাথারী কিলকুষি মারেন। এতে ঠান্ডা মিয়া জ্ঞান হারিয়ে কিছুক্ষণের মধ্যে মারা যান। এরপর নুরু মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যান।
Leave a Reply