মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি’র সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুব রেডক্রিসেন্ট সোসাইটি’র সদস্যদের উদ্যোগে ২৯ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলার পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুব রেডক্রিসেন্ট’র ঝালকাঠির যুব প্রধান সাথী আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি ইউনিটের কার্যনির্বাহি সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি এ্যাডঃ আনোয়ার হোসেন আনু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল ,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,
যুব সদস্য মোঃ ইমরান খান প্রমুখ। উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মন্ডল, নলছিটি উপজেলার সকল যুব সদস্যরা।
মতবিনিময় সভা শেষে সদস্যদের মাঝে
মাঝে সুরক্ষা সামগ্রী বিতারন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সদস্য রাকিব হোসেন।
অনুষ্ঠান শেষে ফটো সেশন চলাকালীন সময়ে যুব রেডক্রিসেন্ট সদস্যদের সাথে যোগ দেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহম্মদ জোহর আলী। তিনি সকল সেচ্ছাসেবকদের সাথে ছবি তোলেন এবং দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এ সময় তিনি বলেন সকল দুর্যোগ কালীন সময়ে সেচ্ছাসেবক দলের প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। তিনি বলেন রেডক্রিসেন্ট’র প্রতিটি সদস্যকে মাদকদ্রব্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
Leave a Reply