কুষ্টিয়ার সাংবাদিক রুবেল অপহরণ ও হত্যা, রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সিনিয়র সাংবাদিক আলী জসিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘দুর্নীতিবাজরা বারবার সাংবাদিকদের ওপর হামলা-মামলা করে তাদের দমিয়ে রাখতে চায়। সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনে জড়িতদের শাস্তি না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।’
এ সময় বক্তারা কুষ্টিয়ার সাংবাদিক রুবেলকে অপহরণ ও হত্যা, রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান।
মানববন্ধন ও সমাবেশে বরিশাল চিত্রসাংবাদিক পরিষদ, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে।
Leave a Reply