মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শর্বরী গোমস্তা।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রদান উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্বাক্ষাতকার গ্রহণ করেন নির্বচনী বোর্ড। উপজেলার ৮টি ক্লাসাটারে বিজয়ীদের মধ্য থেকে নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকরি শিক্ষক শর্বরী গোমস্তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(নারী) নির্বাচিত করা হয়। শর্বরী গোমস্তা তার অনুভূত ব্যক্ত করতে গিয়ে বলেন চাকুরিতে যোগদান করার পর থেকেই কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। সবার সহযোগিতা থাকলে আগামীত আরো কিছু করতে চেষ্টা করবো। তিনি নির্বাচক মন্ডলী,সহকর্মী শিক্ষক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়াও নির্বাচনী বোর্ড স্বাক্ষাতকার গ্রহণ শেষে বিজয়ী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায় এবং মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তারকে। এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভেজ মাহমুদ এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শর্বরী গোমস্তাকে মনোনীতকরেন।
Leave a Reply