ভোলা পৌরসভার পুকুরপাড়ে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌরসভার বক পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল এনামুল হক বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল এনামুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে ভোলা শহরের পৌরসভা ও জেলা পরিষদের মাঝখানের বক ফোয়ারার কাছে ঘুরতে যান। এ সময় চার বখাটে তার স্ত্রীকে উত্ত্যক্ত করলে তিনি প্রতিবাদ করেন। এনামুলের সঙ্গে বখাটের দল হট্টগোল বাধিয়ে দেয়।
পরে সংঘবদ্ধ হয়ে এনামুলের ওপর হামলা চালায় বখাটেরা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা, কান, হাত ও পিঠে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
পুলিশ সদস্য পরিচয় দেয়ায় হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে। তবে পরিচয় প্রকাশ করেনি। বাকিদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানিয়েছেন, আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। বিষয়টি তারা তদন্ত করছেন।
Leave a Reply