ফরিদপুরের নগরকান্দা থানা থেকে আদালতে চালানের সময় হাতকড়াসহ পালানো মাদক মামলার আসামি তোরাপ পাটোয়ারীকে (৩৪) ৯ ঘণ্টা পর ফের গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ওসি হাবিল হোসেন জানান, উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রাম থেকে তোরাপ পাটোয়ারীকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে নেওয়ার সময় তালমা সদরবেরা এ কে জুট মিলের সামনে পৌঁছালে সিএনজিচালিত আটোরিকশা থেকে লাফিয়ে হ্যান্ডকাপসহ তিনি পালিয়ে যান।
তিনি আরও জানান, পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও জনতার তৎপরতায় সোমবার রাত ১০টার দিকে উপজেলার সদরবেরা এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে কড়া পুলিশি পাহাড়ায় আদালতের মাধ্যমে তোরাপকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
Leave a Reply