মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
নলছিটি থানা থানা পুলিশের আয়োজনে নলছিটিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ।
‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই স্লোগানকে সামনে রেখে নলছিটিতে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় থানা চত্তর থেকে কমিউনিটি পুলিশের একটি র্যালি বের করা হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমানের নেতৃত্বে থানা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ারসাংবাদিক,শিক্ষক,সূধীজন, জনপ্রতিনিধি,ছাত্র ও পুলিশের সদস্যরা
উপস্থিত ছিলেন।
Leave a Reply