আজকাল ডেস্ক:
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। আজ শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতাকর্মীরা। এ সময় নগরীর বিভিন্ন সড়কে ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের দেখা গেছে।
কেউ হেঁটে, কেউ ভ্যানে চড়ে, কেউ রিকশায় চড়ে আবার কেউ মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে সমাবেশস্থলে যাচ্ছেন। এ সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের দেখা গেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা কেউ নৌপথে, কেউ ট্রলারে, কেউ মাছ ধরা নৌকায় আর সড়ক পথে, কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলে করে সমাবেশস্থলে আসছে।’
Leave a Reply