নিজস্ব প্রতিবেদক:::নগরীর উত্তর আমানতগঞ্জ ৬নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার একটি বাসা থেকে বুধবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের হাঁটু পর্যন্ত মাটিতে থাকায় বিষয়টি হত্যা না আত্মহত্যা এনিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিহত যুবক সিদ্দিকুর রহমান (২৫) ওই এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ছগির হোসেন জানান, বুধবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা নিজ বাসার সিলিং ফ্যানের সাথে সিদ্দিকুর রহমানকে ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, যুবক সিদ্দিকুর রহমান দীর্ঘদিন থেকে মানসিকভারসাম্যহীন ছিলেন। তবে লাশের হাঁটু পর্যন্ত মাটিতে থাকায় বিষয়টি পুলিশের সন্দেহ হয়। প্রাথমিকভাবে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি হত্যা না আত্মহত্যা এনিয়ে তদন্ত চলছে।
Leave a Reply