বরিশাল প্রতিনিধি :বরিশালে চাচা শ্বশুরের বাসগৃহ থেকে নববধূর মরাদেহ উদ্ধার করেছেন পুলিশ।গৃহবধূ কাজিরহাট থানা বিদ্যানন্দনপুর ইউনিয়নে পশ্চিম রতনপুর গ্রামে ইউসুফ হাওলাদারে নব বিবাহিত স্ত্রী।গৃহবধুর আম খাদিজা তার গ্রামের বাড়ী গাজীপুর জয়দেবপুর।
গত ২৪ নভেম্বর মৃত্যু নিয়ত আলী মুন্সি কন্যা সালমা বেগম ওরফে খাদিজা সাথে গাজীপুর জয়দেবপুরে নোটারির মাধ্যমে বিবাহ হয়েছে বলে জানা গেছে |বিবাহর পর থেকেই ছেলে ও মেয়ে গাজীপুর থেকে বরিশালে মুলাদী ছেলের নানা বাড়ি সহ আত্মীয়-স্বজনের বাড়ি নববধূকে নিয়ে ঘুরে বেড়ায় বলে ইউসুফ হাওলাদার জানায়|
তিনি আরো জানান ১০ ডিসেম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের নজর আলী হাওলাদার বাড়িতে বেড়াতে আসেন | ঐদিন রাত ৯ ঘটিকায় অসুস্থ হয়ে পড়লে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছে পথে বসেই তার মৃত্যু হয়েছে |
এ নিয়ে ইউসুফ হাওলাদার পরিবারের মধ্যে চলছে আতঙ্ক বিরাজ ঘটনাস্থলে কাজির হাট থানায় ওসি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে নববধূর লাশ বরিশাল ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন বলে জানা গেছে
এ বিষয়ে ইউসুফ হাওলাদার পিতা শুক্কুর হাওলাদারের নিকট জানতে চাইলে তিনি জানান ,আমার ছেলের সাথে ওই মেয়ের প্রেম সংঘটিত কারণে বিবাহ হয়েছে |
শুক্কুর হালাদারের ভাই নজর আলী জানান, আমার ভাতিজা গত শনিবার আমার বাড়ি এসেছে | ইউসুফ হাওলাদারের মা জানান আমার বিয়াইন গাজীপুর গার্মেন্টসে চাকরি করে
তিনি বরিশালে আসবেন না বলে জানিয়ে দেয় আমি এখন থানায় যাব| তবে আমার মেয়ে সালমা কে গাজীপুর নিয়ে আসেন বলে জানায় স্থানীয়দের ভাষ্যমতে অভিমত উঠেছে প্রেম সংগঠিত কারণে বিবাহ অতঃপর নববধূর হাতের মেহেদী শুকানোর পূর্বে লাশ হলো
|কাজির হাট থানা ওসি জুবাইর ইসলামের সাথে জানতে চাইলে তিনি জানান এটা রহস্যজনক মৃত্যু হতে পারে |তবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে |পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে |তবে স্থানীয় গ্রাম পুলিশ মতিউর রহমান কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে|
Leave a Reply