ভোলার লালমোহনে অস্ত্রধারী মো. মাঈন উদ্দিন (২৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে মাঈন উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মাঈন উদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার আবুল কালাম ওরফে কালু বাকলাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, মাঈন উদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় ডাকাতি ও চট্টগ্রামের কতুয়ালী থানায় অস্ত্র মামলা রয়েছে।
এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে মাঈনু উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়। মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মাঈন উদ্দিন বিভিন্ন সময় ডাকাতি করতো বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply