চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিষপানে সোনিয়া (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি এসেই সোনিয়া বিষপান করে বলে জানা গেছে।রোববার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের উত্তর চরমঙ্গল ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে লাশ দাফন করা হয়।
সোনিয়া ওই ওয়ার্ডের মোর্শেদ মুলাইয়ের মেয়ে। স্বামী আল-আমীন পেশায় রাজমিস্ত্রি। পাঁচ মাস আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নজরুলনগর ইউনিয়নের আল-আমীনের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে হয়।
সোনিয়ার পিতা বলেন, রোববার ঘটনার ৩০ মিনিট আগে সোনিয়ার স্বামী আল-আমীনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি বেড়াতে আসে। ঘরে থাকা ইঁদুর মারা ওষুধ খেয়ে মাটিতে লুটিয়ে পরে সোনিয়া। তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়।
Leave a Reply