রাজপরিবারের গোপন খবর ফাঁস করলেন হ্যারি রাজপরিবারের গোপন খবর ফাঁস করলেন হ্যারি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : hafija khan : hafija khan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

রাজপরিবারের গোপন খবর ফাঁস করলেন হ্যারি

Reporter Name
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৫১ সময় দর্শন

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যাওয়া প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ অবশেষে বাজারে। কয়েক মাস অপেক্ষা এবং তীব্র প্রচারণার পর প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার সোমবার মধ্যরাত থেকে বিক্রি শুলু হয়েছে।

রাজপরিবারের গল্পগাথা শুনতে লাইব্রেরিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন পাঠকরা। একেবারে ‘হট কেকের’ মতো বিক্রি হচ্ছে স্পেয়ার। মুখ বন্ধ নেই সমালোচকদেরও। তাদের ভাষ্য, রাজপরিবারের হাঁড়ির খবর ফাঁস করে বই বিক্রি করছেন হ্যারি। বিবিসি, গার্ডিয়ান।

সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর লন্ডনে বইয়ের দোকানে ভিড় করেছেন উৎসাহী পাঠকরা। তাদের সামাল দিতে মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে দোকান। প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশ করেছে মার্কিন প্রকাশনা কোম্পানি পেঙ্গুইন র‌্যানডম হাউজ।

বিশ্বের বৃহত্তম ই কমার্স সাইট অ্যামাজনের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডা শাখার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বই আকারে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ‘বেস্ট সেলার’ বইয়ের মর্যাদা অর্জন করেছে স্পেয়ার। বিশ্বব্যাপী বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে।

অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন বলছে, স্মৃতিকথামূলক বইটি ইতোমধ্যে যুক্তরাজ্যে টপ লিস্টে উঠে এসেছে। প্রিন্স হ্যারির আত্মজীবনীটি বৃহস্পতিবার স্পেনে প্রকাশিত হয়। সেখানেও পাঠকের তুঙ্গস্পর্শী কৌতূহল দেখা গেছে।

ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক গ্রন্থ স্পেয়ার প্রকাশিত হওয়ার আগেই বইটি থেকে একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। তিনি কীভাবে নিগ্রহের শিকার হয়েছিলেন, অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর হ্যারির ভাই উইলিয়াম কীভাবে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন, পিতৃপরিচয় নিয়ে তার বাবা তৃতীয় চার্লস কী ‘তেতো স্বাদের’ কৌতুক করেছিলেন, ১৯৯৭ সালে হ্যারির মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে পুরো দুনিয়া শোকাহত হলেও তিনি কেন মাত্র একবারই কেঁদেছিলেন ইত্যাদি নানা বিষয় আগ্রহের জন্ম দেয় পাঠকদের মধ্যে।

প্রিন্স হ্যারি ও মেগান ২০২০ সালের শুরুর দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন। তাদের প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত সারা বিশ্বকে নাড়া দেয়। রাজপরিবার ছেড়ে তারা প্রথমে কানাডায় যান। তারপর লস অ্যাঞ্জেলেসে যান। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর