গত ২০ জানুয়ারী শুক্রবার দুপুরে নগরীর ১৭ নং ওয়ার্ড ফকির বাড়ি রোড এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরিশাল জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ সিটিজেন এইড’র প্রতিষ্ঠাতা সমাজসেবক আদনান হোসেন অনির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন এইড এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমাজ সেবক মোঃ আদনান হোসেন অনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক কমল দাস শুভ, এজিএম ফরুক, শাহীন, জিতু, মিরাজ, অপু, জয় সহ এলাকার অন্যান্য ব্যাক্তিবর্গ।
আদনান হোসেন অনি বলেন, প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরই পারস্পরিক মানবতাবোধ ও উদার মানসিকতা থাকা অপরিহার্য। একজন মানুষ বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের মানবিক কর্তব্য। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা। তাই দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা চলতি শীত মৌসুমে শীতার্ত গরিব, অসহায়, দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী পাড়া-মহল্লায় শীতবস্ত্র বিতরণে অকাতরে সাহায্য-সহযোগিতা প্রদান করুন।
Leave a Reply