বরিশাল লিবার্টি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সম্প্রতি শিশুদের নিয়ে রঙ্গিন আয়োজনে অংশগ্রহণ করে লিবার্টি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। শিশু শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হেসেন,বরিশাল কিন্ডার গার্টেন ফোরামের জেনারের সেক্রেটারী আবদুস সোবহান বাচ্চু,বরিশাল সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাহিদা বেগম, বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক ও লিবার্টি আইডিয়াল স্কুলের একাডেমিক এ্যাডভাইজার মোঃ আমিনুর রহমান। বরিশাল জেনারেল হাসপাতাল গাইনী বিভাগের সহকারি রেজিস্টার ডাঃ মোঃ শাহরিয়ার তারেক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন খান যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলতে ধরাবাঁধা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচ- প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে।
অনুষ্ঠানের শেষাংশে ছিলো পুরস্কার বিতরণী পর্ব এবং শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশুদের একক ও সমবেত পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
Leave a Reply