নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি করে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা নিত্যদিনের ঘটনা। ভোটের নামে চলছে প্রহসন।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পদযাত্রা শেষে বাবুগঞ্জ ব্রিজে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করে জোরপূর্বক ক্ষমতায় আছে। এই ফ্যাসিবাদ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম খালেদা জিয়াকে নিঃর্শতে মুক্তি ও অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চন দাবি করেন তিনি।
পদযাত্রায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্যসচিব অ্যাড. আবুল কালাম শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিঠু, সহসভাপতি আরিফুর রহমান রবিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইসরাত হোসেন কচি তালুকদার এবং সদস্যসচিব অহিদুল ইসলাম পিন্স প্রমুখ
Leave a Reply