গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দণ্ডিত আমিনুল ইসলাম (৪১) নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে।কারা সূত্র জানায়, আমিনুল ২০০৫ সালে তার মামি ল্যাব এইডের ডা. নাজনীন আক্তার ও গৃহকর্মী পারুলকে হত্যা করেন।
এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করা হয়।সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ২০০৮ সালে আমিনুলের ফাঁসির রায় দেন। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কেটে যায় প্রায় ১৪ বছর।ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজুয়ান আহম্মেদ প্রমুখ।
Leave a Reply