নিজস্ব প্রতিবেদক:::দুই কেজি গাঁজাসহ মো. কাওছার (২৪) নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে বরগুনার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাওছার ওই এলাকার আলম শিকদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় অভিযান চালালে ২ কেজি গাঁজা সহ পুলিশ সদস্য কাওছারকে আটক করে। এ সময় ডিবি পুলিশের সঙ্গে কাওছারের ধস্তাধস্তি হয়। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কাওসার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিল। নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
Leave a Reply