পটুয়াখালীর গলাচিপায় ৫ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে চর বিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজারে আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়। পরে ২ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজারের কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন মুন্সির দোকানের আগুন দেখতে পায় এলাকাবাসী। এ সময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তুষার মুন্সির কসমেটিকসের দোকান, টিনের ব্যবসায়ী শাকিল হাওলাদার, মো.ফজলু হাওলাদার ও জাল ব্যবসায়ী মো.মোজাম্মেল সর্দারের দোকান পুড়ে যায়।
স্থানীয়দের ধারণা, খোকন মুন্সির কাপড়ের দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
চর বিশ্বাস ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ীদের ২ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আবেদনের প্রেক্ষিতে তাদের সহযোগিতা করা হবে।
Leave a Reply