তারিকুল ইসলাম, বরিশাল:: বরিশালের কীর্তনখোলা বেলতলা থেকে চরমোনাই খেয়া পারাপারের ঘাটে নদীতে পড়ে মো. সোহেল খান (৩২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১০টার দিকে নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আল মাসুম বলেন, চরমোনাই মাহফিলগামী মসুল্লিদের পারাপারের ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পেছনে গেলে সেখান থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তল্লাশি করছেন।
সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খানের ছেলে। তিনি বরিশাল নগরের পলাশপুর বৌ-বাজার এলাকায় থেকে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু ঘটনাস্থল বেলতলা ফেরিঘাট এলাকায় তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে।
তিনি বলেন, এর আগেও এখানে বেশ কয়েকজন পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। চরে গিয়ে তাদের মরদেহ পাওয়া গেছে।নদীতে স্রোত থাকার কারনে ধারণা করা হচ্ছে- নিখোঁজ সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার সম্ভব হবে না।’
Leave a Reply