শেরপুরে স্ত্রীকে হত্যা মামলায় ১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাব- ১৪ সিপিসি ১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস মিয়ার মেয়ে আজেদা বেগমের সাথে বিয়ে হয় প্রতিবেশী নজরুল ইসলামের। বিয়ের পর তাদের ঘরে দু’টি সন্তান জন্মগ্রহণ করে। পরে তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। ২০০৮ সালে ২৩ শে মে তারিখে কলহের জের ধরে প্রকাশ্যে নজরুল ইসলাম তার স্ত্রী আজেদা বেগমকে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের ভাই সুজন রেজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামী নজরুল ইসলাম পলাতক ছিল। ২০২০ সালে ১৪ অক্টোবর শেরপুরের অতিরিক্ত দায়রা জর্জ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব -১৪ অভিযান চালিয়ে সোমবার ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের ভাই সুজন রেজা ও তার পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply