টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে অভিনয়ের ঝলক দেখিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন কলকাতাতেও। অভিনয় করছেন তিনি নিয়মিত।
তবে অভিনয়ের পাশাপাশি যে তিনি ভালো গান গাইতে পারেন তা হয়তো খুব কম মানুষই জানতেন। এবার সবাইকে জানিয়ে দিলেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। সোমবার (২০ ফেব্রুয়ারি) তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেখা মেলে গায়িকা ফারিণের।
ভিডিও লিংক- https://www.facebook.com/kabir.bakul.5/videos/3156428517988532
৪৯ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘অভিনেত্রী হারমোনিয়াম বাজিয়ে মনখুলে চোখবুজে হাসতে হাসতে গাইছেন অতুলনীয় সেই নজরুলগীতি ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। তার গান শুনে, বাজানো দেখে- বলা মুশকিল; তিনি ভুলকরে অভিনয়ে নামেননি তো!’এরপরেই ভারাইল হয়ে যায় ভিডিওটি। প্রশংসা কুড়াচ্ছেন সবার।
প্রসঙ্গত, ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। এ ছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামের কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Leave a Reply