নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল করেছেন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহবিরোধী শ্রমিক নেতারা, যারা সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সমর্থক হিসেবে পরিচিত। প্রায় ২ বছর আগে জাহিদ ফারুকের সমর্থকদের হটিয়ে শ্রমিক ইউনিয়ন দখল করে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন সাদিক সমর্থকরা।
জানা গেছে, শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নেতৃত্বে সোমবার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের তালা ভাঙা হয়। টার্মিনালের শ্রমিকদের একটি অংশ তাদের সঙ্গে যোগ দেয়। সাদিকপন্থিরা টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই শ্রমিকদের কর্মহীন করে রাখা হয়েছিল। অফিস দখল করার কথা স্বীকার করে আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন অফিসটি তালা মারা ছিল। সাধারণ শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য নতুন করে কাজ করবেন তাঁরা।
সাদিকপন্থী নেতা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, তাদের অফিস দখল করা হয়েছে। কমিটি নিয়ে মামলা থাকায় অফিসের ব্যাপারে উচ্চ আদালতের স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ ছিল।
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন বলেন, রূপাতলী টার্মিনালে শ্রমিক ইউনিয়ন অফিস দখল হওয়ার কথা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Leave a Reply