মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
জানা গেছে জিআর মামলা নম্বর ১১৮/১৩(নল), ( প্রসেস নং-৩৩/১৯) মামলায় বহরমপুর’র মোঃ মজিবর জমাদ্দারের ছেলে মোঃ সুমন জমাদ্দারকে ৪ বছর সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। রায়ের পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে নলছিটি থানার এএসআই (নিঃ) মোঃ কামাল উদ্দিন তাকে আটক করে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান আসামী সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply