মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি।। ঝালকাঠি জেলার নলছিটিতে মোনায়েম হাওলাদার নামে ২০ মাসের এক শিশুকে প্রতিবেশীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২১ মে রবিবার রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে নিখোঁজ শিশু মোনায়েমের লাশ উদ্ধার হয়।
মৃত শিশুটি ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
শিশুটির বাবা মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন,নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকেন। একই বাড়ির আমার চাচা শশুর আলী আকব মৃধার স্ত্রী আমার চাচি শাশুড়ি মুন্নি বেগমের সাথে দীর্ঘদিন ধরেই আমার শশুর পরিবারের সাথে বিরোধ চলছিলো। কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করে ঝোপের ভেতর থেকে মৃত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি এসময় তার চোখ ও নাক দিয়ে রক্ত পরছিলো। আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের আঃ জব্বার জানান তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও শিশুটিকে হত্যার বিষয়ে তারা কিছুই জানে না। তারাও চান যদি হত্যা হয়ে থাকে তবে সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ ব্যপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন, শিশু ছেলেটিকে উদ্ধার করা হয়েছে। এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির পিতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে জানান ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply