মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি ।। নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন সোমবার সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ দল ও নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় দল।
“অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির বিস্তরণ ঘটায়” শিরোনামে এ বিতর্ক প্রতিযোগিতায় নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নলছিটি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু। বক্তব্য রাখেন নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সামসুল আলম খান বাহার,নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মিলন কান্তি দাস প্রমুখ। উপস্থিত ছিলেন নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কায়কোবাদ তুপন, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ’র সম্পাদক তপন কুমার দাস, সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
প্রতিযোগিতায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয়েছে।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply