গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ,কাভার্ড ভ্যানে চড়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটছে স্বল্প আয়ের মানুষ।অল্প ভাড়ায় ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে চেপে নিজ নিজ গন্তব্য যাচ্ছে তারা।মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদযাত্রায় বাসে দ্বিগুণ জায়গা ভেদে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। তাই তারা কম ভাড়ায় যাতায়াতের জন্য ট্রাক-পিকআপ বেছে নিচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ৪০০ টাকায় ঈদযাত্রী তুলছিলেন ট্রাকচালক কাদির
তিনি বলেন, গতকাল রাতে ঢাকায় কাঁচামাল নিয়ে ঢুকেছিলাম। এখন সড়কে অনেক যাত্রী, খালি যাওয়ার চেয়ে ঈদের আগে কিছু টাকা আয় করি।কাদিরের ট্রাকে করে ময়মনসিংহে যাচ্ছিলেন রিনা বেগম । তিনি বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারিনি। ঢাকা থেকে যে বাসগুলো ময়মনসিংহ যাচ্ছে তা যাত্রী পরিপূর্ণ, ভাড়া নিচ্ছে কয়েকগুন বেশি। ট্রাকে ৪০০ টাকায় ময়মনসিংহের বাইপাস পর্যন্ত যাচ্ছি।
বাসের চাইতে কম ভাড়ায় যেতে পারব। বৃষ্টি ঠেকাতে সঙ্গে ছাতাও নিয়েছেন বলে জানান কাদির ।জনপ্রতি ৪০০ টাকায় ২০ জন যাত্রী গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শেরপুরের উদ্দেশ্যে পিকআপে রওনা হয়েছেন। তাদের একজন শফিকুল ইসলাম জানান, তারা সবাই পাশাপাশি কারখানায় কাজ করেন।
সবার বাড়ি শেরপুরের আশপাশে। বাসে অতিরিক্ত ভাড়া, বাস পেতে ভোগান্তিসহ নানা কারণে পিকআপ ভাড়া করে একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। শফিকুল ইসলাম আরও জানান, ঝুঁকির সঙ্গে আনন্দও রয়েছে। বৃষ্টি ঠেকাতে বাঁশ ও ত্রিপল দিয়ে বিশেষভাবে ছাউনি প্রস্তুত রাখা হয়েছে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, মহাসড়কে অনেক যাত্রী রয়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন। আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদের বুঝিয়ে নামিয়ে নিচ্ছি। ট্রাক-পিকআপ পরিহার করে ঝুঁকিমুক্তভাবে ঈদযাত্রা করতে আমরা যাত্রীদের অনুরোধ করছি।
Leave a Reply