লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড এবং ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি জসিম উদ্দিন জানান।রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া রায়ে দুই আসামি খালাস পেয়েছেন বলে জানান পিপি।২০১৫ সালের মে মাসে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে মামুনকে গুলি করে হত্যা করা হয়। মামুন একই গ্রামের আবু তৈয়বের ছেলে।
Leave a Reply