ঝালকাঠির কাঠালিয়ায় ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মোল্লারহাট বাজারের পশ্চিমে নেয়ামতপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম।
নিহতদের মধ্যে মিজানুর রহমান (৪২) মরিচবুনিয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ ছিলেন, তার বাড়ি পটুয়াখালী সদরে। এছাড়া নিহত মো. মনির হোসেন মোল্লা (৩৫) লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন, তিনি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের বাসিন্দা।
ওসি জানান, ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে যান নিহতরা। স্থানীয় মোল্লা বাড়ির সামনে পড়ে থাকা একটি তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন দুজনে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া না গেলেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি মো. শহীদুল ইসলাম।
Leave a Reply