স্টাফ রিপোর্টার:-জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলন কান্তি দাস।
তিনি নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে একই প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
মিলন কান্তি দাস নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার নিত্য রঞ্জন দাস ও সবিতা রানী দাসের সন্তান। তিনি ২০১৯ সালেও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং ২০১৯,২০২২ ও ২০২৩ সালে নলছিটি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তার এই সফলতার বিষয়ে জানতে চাইলে বলেন শিক্ষকতা জীবনের শুরু থেকেই চেষ্টা করেছি কোমলমতি শিক্ষার্থীদের নিজে যা জানি তার সবটুকু জানাতে। পুরস্কার পেতে আমার শিক্ষা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সনদপত্র, পুরস্কার ও পত্রিকার প্রকাশিত সুজন লেখাগুলো পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কাজে লেগেছে।
তিনি শিক্ষার উদ্দেশ্যে বলেন পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে হবে। সেটা করতে পারলে জীবনের প্রতিটি অধ্যায়ে সফলতার স্বাক্ষর রাখতে পারবে। পুরস্কার প্রাপ্তির জন্য তিনি তার মা,,স্ত্রী,পরিবেশ সদস্য সহ আমার প্রাণের প্রতিষ্ঠানের প্রধানসহ স্কুল পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাকরির বাকী দিনগুলোর জন্য তিনি সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
২৯ আগের মঙ্গলবার দুপুর সারে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী সভার আয়োজন করে জেলা শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার মোহম্মদ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ,সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস আলী সিদ্দিকী প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা ও মূল্যায়ন অফিসার পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, আবুল বাশার তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত শিক্ষক/ শিক্ষার্থীরা পুরস্কৃত করা হয়।
Leave a Reply