ফরিদপুরের মধুখালীতে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতা রাশেদ কবিরকে (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার পরপর দুই অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ধারাবাহিক প্রচেষ্টায় মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।
আসামী রাশেদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া এলাকার বাসীন্দা। সে ফরিদপুরের মধুখালীতে তার বোন জামাইয়ের বাড়িতে থাকে বিভিন্ন অপকর্ম করতো বলে পুলিশ জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, চলতি বছরের ৪ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি মধুখালি থানা এলাকায় জিহাদ ওরফে জয় (১৬) ও নয়ন সরদার (২০) নামের দু’জন অটোভ্যান চালককে গলাকেটে হত্যার পর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ওই ভ্যানের ক্রেতা মিজানুর রহমান নিঝুমের (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদ কবিরকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। তবে রাশেদ বার বার তার অবস্থান পরিবর্তন করলেও রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রাশেদ কবিরের নামে ঢাকা ও ময়মনসিংহে আর দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে অটোভ্যান চালক জিহাদ ওরফে জয় ও নয়ন সরদারকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) ছাড়াও অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply