বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১১ সেপ্টেম্বর তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্রটি জানায়, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি ঢাকা সফর করবেন।তবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্টের সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০ সম্মেলনে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটি উদ্যোগ নিয়েছেন। আমরা বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।
ম্যাক্রোঁ বাংলাদেশে এলে এটি হবে তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। সবশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন।
এর আগে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ইমানুয়েল মাক্রোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
Leave a Reply