১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বুধবার (৩০ আগস্ট) রাতে। লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
জানা গেছে, বুধবার রাতেই পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটককে পাঠিয়েছে এনটিআরসিএ। আর ওই রাত থেকে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হচ্ছে। এনটিআরসিএর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফল প্রস্তুত করে অনেক রাতে টেলিটক কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। তারা ফলপ্রকাশ করবে ও প্রার্থীদের এসএমএস পাঠাবে। এ জন্য কর্তৃপক্ষের প্রস্তুতির বিষয় রয়েছে।
এর আগে গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।
এ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত শুধু সনদ প্রদান করতো এনটিআরসিএ। আর সনদের ভিত্তিতে নিয়োগ দিতো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
Leave a Reply