মিলন কান্তি দাস, প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি।।নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির ঘটনায় সুরেশ নামের একজনকে আটক করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার নলছিটি থানায় চুরি ঘটনায় মামলা দায়ের করেছে উপজেলা পরিষদ। মামলায় আটক সুরেশ পিতার নাম ধ্বনিরাম বললেও তার কোন ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, নলছিটি উপজেলা পরিষদের ব্যবহৃত একটি স্পিডবোটটি পৌরসভার মল্লিকপুর এলাকার খালে ভেতরেই নোঙ্গর করা ছিল। ৩ সেপ্টম্বর রবিবার দুপুরের দিকে সুরেশ বোটটির নোঙর খুলে নদীর ভিতর নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। তারা বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরেশকে বোটসহ আটক করে ।
নলছিটি থানা অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান, সরকারি স্পিডবোট চুরির ঘটনায় উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক সুরেশকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply