নেছারাবাদ প্রেসক্লাবের প্রতিনিধিদের সাথে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক, মতবিনিময় সভায়……………মহিউদ্দিন মহারাজ
স্বরূপকাঠি থেকে হৃদয় আরিফ।। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সময় নেছারাবাদ প্রেসক্লাবের প্রতিনিধিদের সাথে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ এক মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা যে ভাবে কাজ করে যাচ্ছেন তাতে করে আমাদের আবার ও আওয়ামীলীগ সরকার দরকার। যদি প্রধানমন্ত্রী মনে করেন তার বাবার হাতে গড়া দেশ তার মাধ্যমে (পিরোজপুর-২) আসন গড়বে তাহলে তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা বাস্তবায়ন করবেন। তবে প্রধানমন্ত্রীর সিদ্বান্তই চুড়ান্ত সিদ্বান্ত হবে।তিনি আরও বলেন পদ্মার এপারের মানুষ কখন বেইমানি করবে না। কারন জননেত্রী শেখ হাসিনা পদ্মার এ পাড়ের মানুষের জন্য যা করেছে তা অতুলনীয় মা অন্য কোন সরকার করতে পারতো না।কারন পদ্মা সেতুর জন্য এপারের মানুষের আজ মৃত্যু ঝুকি কমেছে। তিনি আরও বলেন আমি জেলা পরিষদ চেয়ারম্যান থাকা থেকে স্বরুপকাঠী মানুষের সাথে নিবিড়ভাবে মিসেছি। তারা আমাকে মনে প্রানে ভালোবাসে এবং নৌকার কান্ডারি হিসাবে দেখতে চায় এবং এই কথা কতটুকু সত্য তা সাংবাদিক ভাইয়েরা ভালো জানেন। তাই জনগনের আশা পুরন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নৌকার মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করি। এছাড়া মত বিনিময় সভায় উপস্থিত ছিলিন স্বরুকাঠী পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র গোলাম কবির এবং উপজেলা চেয়ারম্যান আঃ হক, প্রেসক্লাবের সভাপতি,সেক্রেটারি সহ অন্যান নেত্রীবৃন্দ।
Leave a Reply