মিলন কান্তি দাস,নলছিটি, ঝালকাঠি।।প্রতরণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেনকে (৬৭) ৪০ বছর পর আটক করেছে নলছিটি থানা পুলিশ।
২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মোহম্মদ মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।
নলছিটি থানার এসআই এনামুল হাসান জানান, আসামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানা জারীর পর থেকেই তিনি পলাতক ছিলেন । দীর্ঘ ৪০ বছর পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে ৪০ বছর পর প্রতরণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সকালেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply