নেছারাবাদে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন মহিউদ্দিন মহারাজ।
স্বরূপকাঠি থেকে হৃদয় আরিফ।। পিরোজপুরের নেছারাবাদে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীদের নগদ ১০ হাজার টাকা করে এবং ৯ পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন মহারাজ।
আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে নেছারাবাদ বাসস্ট্যান্ড মাঠে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই অর্থ তুলে দেন তিনি। এসময়ে তিনি ১৩ ব্যবসায়ীদের হাতে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ২ লক্ষ পঁচিশ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫৫ হাজার টাকা তুলে দেন।
এসময় নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এই মানবিক সহায়তা নগদ টাকা পেয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবো।
এসময়ে মহিউদ্দিন মহারাজ বলেন, সম্প্রতি স্বরূপকাঠির বাস স্ট্যান্ডে বহু ব্যবসা প্রতিষ্ঠান এবং জগন্নাথকাটি একাধিক ঘরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কিছু নগদ অর্থ প্রদান করতে পেরে আমি স্বস্তি বোধ করছি। তার সাথে সাথে এই স্বরূপকাঠি অঞ্চলের অনেক বৃত্তবান এবং সরকারি-বেসরকারি সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।
নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আল আমিন, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ, সারেংকাঠি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুরের স্বরূপকাঠির বাসস্ট্যান্ডে রাত দেড়টার সময় ১৩ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে জগন্নাথকাঠি গ্রামে পৃথকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৯টি দোকান পুড়ে গেছে।
Leave a Reply