নিজস্ব প্রতিবেদক::বরগুনায় গাছ কাটতে গিয়ে পড়ে এক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে বরগুনা পৌরশহরের দক্ষিণ সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
একই দিন রাতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত কাঠুরিয়া মো. মজিবর বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের মৃত মোখলেস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দক্ষিণ সোনাখালী এলাকার নিজাম ফকিরের বাড়ির কয়েকটি গাছ ক্রয় করেছিলেন স্থানীয় খোকন বেপারী। ওই গাছ কাটার জন্য মজিবরসহ কয়েকজন শ্রমিককে গাছ কাটার দ্বায়িত্ব দেন।সোমবার দুপুরে সেখানে একটি গাছ কাটার সময় অন্য একটি গাছের বড় ডালের নিচে মজিবর চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। মৃতের স্বজনদের অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে লিখিত আবেদন করেছেন।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply