নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক।।নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৬ অক্টোব দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় অভিযানের সময় ওই ২ জেলেকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মো. বারেক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার(২৭) এবং অপরজন হলেন রংপুরের বদরগঞ্জ এলাকার আবদুল সালামের ছেলে মো. শুভ (২৩)।
অভিযানের সময় উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
Leave a Reply