আজকাল বিডি ডেস্ক।। বরগুনার বেতাগীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে আটকা পড়ে জামাল হাওলাদার নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর শ্রমিক গৌতম চন্দ্র দাস। সোমবার (৪ সেপ্টেম্বর) বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত জামাল হাওলাদার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং অসুস্থ শ্রমিক গৌতম চন্দ্র দাস ৬নং ওয়ার্ডে বসবাস করেন।
স্থানীয়রা জানান, বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের শিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে দুই শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের সিঁড়ির পাশে সেপটিক ট্যাংকের কাজ করার জন্য প্রথমে জামাল হাওলাদার ভেতরে নামেন। এ সময় তিনি বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামেন অপর শ্রমিক গৌতম চন্দ্র দাস।
তিনিও অসুস্থ হয়ে পড়েন। ঘটনা টের পেয়ে ভবনের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের একটি দল জামাল ও গৌতমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং গৌতম দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply